ক্ষত রোগ দূর করার উপায়ঃ
১) শীত কালের আগে (কার্তিক মাসের মাঝামাঝি) শতক প্রতি ২৫০ গ্রাম চুন প্রয়োগ
২) ক্ষতরোগ হওয়ার পরে প্রতি শতকে ২৫০ গ্রাম চুন এবং ২৫০ গ্রাম লবণ (চুন প্রয়োগের ১৫ মিনিট পর) প্রয়োগ। আক্রান্ত বেশি হলে প্রয়োগ মাত্রা বেশি হবে।
৩) অথবা টিমসেন ৩ গ্রাম/শতক পানিতে ছিটায়ে দিতে হবে। ২৪ঘন্টা পরে অর্ধেক হারে একবার
এ্যামোনিয়া গ্যাস দূরীকরণের উপায়ঃ
১) জিওপ্রাইম ১৫০গ্রাম/শতক সরাসরি ছিটায়ে দিতে হবে অথবা বায়ো এ্যাকুয়া প্লাস ২মিলি/শতক পানিতে স্প্রে করতে হবে রোদের সময়। তবে সর্বোত্তম হলো প্রতিবছর পুকুর শুকিয়ে (কমপক্ষে ২-৩ বছর পরপর) পুকুর প্রস্তুত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস